ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জে নতুন করে ৭৬ জনের করোনা শনাক্ত।

ahsanul islam | প্রকাশিত: ৮ জুন ২০২০ ০২:১৩

ahsanul islam
প্রকাশিত: ৮ জুন ২০২০ ০২:১৩

মুন্সীগঞ্জে নতুন করে ৭৬ জনের করোনা শনাক্ত।

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে রবিবার নতুন করে ৭৬ জনের করোনা শনাক্তে জেলায় এই সংখ্যা হাজার ছাড়ালো। পুরো জেলায় এখন করোনা শনাক্ত হলো ১০৩৫ জনের। গত ২৪ ঘন্টায় লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামের রৌশন আরা (৪৫) মৃতের তালিকায় সংযুক্ত হয়ে করোনায় মৃতের সংখ্যা এখন ২৮। এই সময়ে আরও সুস্থ হয়েছেন ১৯ জন। এতে জেলায় করোনা জয়ী ৩শ’।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন,নতুন ৭৬ জনের দেহে করোনা শনাক্তে মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২৪, টঙ্গীবাড়ি উপজেলায় ১১, সিরাজদিখান উপজেলায় ২, লৌহজং উপজেলায় ১৯, শ্রীনগর উপজেলায় ১৩ এবং গজারিয়া উপজেলায় ৭। এদিকে সুস্থ হওয়া ১৯ জনের মধ্যে রয়েছেন- মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২জন, লৌহজং উপজেলায় ১০ জন, শ্রীনগর উপজেলায় ২ জন এবং গজারিয়া ৪ জন। মুন্সীগঞ্জে সিভিল সার্জন আরও জানান, ৩ ও ৪ জুনের ১৯৯টি রিপোর্ট পাওয়া যায় রবিবার। এই নিয়ে ৫২৪২টি নমুনার রিপোর্ট পাওয়া গেলো। রবিবার ২১০টি নমুনা প্রেরণ করা হয়েছে, এই নিয়ে পর্যন্ত ৫৭০৯টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হলো।

মুন্সীগঞ্জ জেলায় ১০৩৫ জন করোনা শনাক্তের মধ্যে সদর উপজেলায় ৪৭০, টঙ্গীবাড়ি উপজেলায় ৭৫, সিরাজদিখান উপজেলায় ১৪২, লৌহজং উপজেলায় ১২৭, শ্রীনগর উপজেলায় ১১৫ ও গজারিয়া উপজেলায় ১০৬ জন।
করোনায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় রয়েছেন ১৭ জন। এছাড়া টঙ্গীবাড়ি উপজেলায় ৪ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ৪ জন এবং শ্রীনগর উপজেলায় ১ জন। গজারিয়া উপজেলায় করোনায় কেউ মারা যাননি। জেলায় সুস্থ ৩শ’ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১২২, টঙ্গীবাড়ি উপজেলায় ২৮, সিরাজদিখান উপজেলায় ৫৫, লৌহজং উপজেলায় ২০, শ্রীনগর উপজেলায় ৪৩ এবং গজারিয়া উপজেলায় ৩২ জন করোনা জয় করেছেন।
সর্বশেষ মারা যাওয়া লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামের রৌশন আরা (৪৫) গত ২ জুন নমুনা পরীক্ষার জন্য সোয়াব দিয়েছিলেন। কিন্তু রিপোর্ট পাওয়ার আগেই শনিবার ৬ জুন সকাল ৮টার দিকে মারা যান। মারা যাওয়ার ৭ ঘন্টা পর শনিবার বিকাল ৩টায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে



আপনার মূল্যবান মতামত দিন: