ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে নতুন করে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত।

ahsanul islam | প্রকাশিত: ১০ জুন ২০২০ ০৭:১৩

ahsanul islam
প্রকাশিত: ১০ জুন ২০২০ ০৭:১৩

সিরাজদিখানে নতুন করে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত।

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ০৯ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিনসহ একজন এএসআই, একজন কনষ্টেবল এবং ঢাকা মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে থানার ২ জন কনষ্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা পরিষদ কার্যালয়ের মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা ব্রাক অফিসের ৩ জন কর্মকর্তা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম হাওলাদার সহ ৩০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত ।
তিনি আরো জানায়, উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামের (৫৫),মালখানগর গ্রামের (৪৬),মালখানগর ইউনিয়নের কাজিরবাগ (৪৬, রাজানগর ইউনিয়নের ৪৮, উপজেলা পরিষদের (৪৬), এসিল্যান্ড অফিসের (৪৮), লতব্দী ইউনিয়নের গয়াতলা গ্রামে (৭৩),রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের (৩৪), বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের (৩০), হাইওয়ে পুলিশ (২৮) ও (২৪), সিরাজদিখান থানা পুলিশ (৩৭), (২৩), টোলবাসাইল (৬০), রায়ের বাগের (৬৭),সিরাজদিখানে (৪২),রাজানগর ইউনিয়নের সৈয়দপুরে (৪৬) ব্রাক কর্মকর্তা (৪২) ও (৪০), (৩২), রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া (২৬), শিক্ষা অফিস (৪৮), ইছাপুরা (৪২), শেখরনগর ইউনিয়নের পাউসার গ্রামে (৯০) বয়সের পুরুষ বাকি পাঁচজন নারী মধ্যপাড়া ইউনিয়নের (৫০), জৈনসার ইউনিয়নের পাউসার গ্রামে (৩০), মহিলা বিষয়ক কর্মকর্তা (৩৭), রায়েরবাগ গ্রামের (৫৫) ও শিক্ষা অফিস (৪০) বছরেরনারীসহ মোট ৩০ জন আক্রান্ত। এনিয়ে সিরাজদিখানে মোট আক্রান্তের সংখ্যা ১৭৩ জন এবং আজ সুস্থ্য হয়েছেন ৫ জন এ নিয়ে মোট সুস্থ্য ৬২ জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জন ।



আপনার মূল্যবান মতামত দিন: