ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ১০৩ জনের দেহে করোনা শনাক্ত ।

ahsanul islam | প্রকাশিত: ১১ জুন ২০২০ ২২:১০

ahsanul islam
প্রকাশিত: ১১ জুন ২০২০ ২২:১০

মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ১০৩ জনের দেহে করোনা শনাক্ত ।

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ ১১ জুন বৃহস্পতিবার,মুন্সীগঞ্জ জেলায় বৃহস্পতিবার নতুন করে ১০৩ জন করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১৩৯১ জন আক্রান্ত হলেন। সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য অনুযায়ী আরও তিনজন মারা গেছেন, তাই জেলায় এখন করোনায় মৃতের তালিকা ৩৪। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯ জন, জেলায় মোট করোনা জয়ী এখন ৩৩৭।

সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানিয়েছেন, নতুন ১০৩ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩৭ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৫ জন, সিরাজদিখান উপজেলায় ২৭ জন, লৌহজং উপজেলায় ৩১ জন ও  শ্রীনগর উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।  বৃহস্পতিবার গত ৭, ৮ ও ৯ জুনের ২৯৯ টি রিপোর্ট এসেছে। এই নিয়ে ৬১৭০ টি রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার আরও ২৬৯ টি সোয়াব পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৬৬৯৫ টি।



আপনার মূল্যবান মতামত দিন: