
মুন্সীগঞ্জে নতুন করে ৪২ জনের দেহে করোনা শনাক্ত।
মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলায় সোমবার ১৫ জুন আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫৮৫ জনের শনাক্ত হলো। সোমবার গজারিয়ায় নতুন আরও ৬ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ী সংখ্যা ৩৬৭। এছাড়াও গত ২৪ ঘন্টায় টঙ্গীবাড়িতে ১জন মারা গেছেন, জেলায় মোট মারা গেছেন ৩৪ জন। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, নতুন ৪২ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩০ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১ জন, সিরাজদিখান উপজেলায় ৯ জন, শ্রীনগর উপজেলায় ২জন করোনা শনাক্ত হয়েছে। তিনি জানান, সোমবার গত ১৪ জুনের ১৭৩ টি রিপোর্ট এসেছে। এই নিয়ে জেলা ৭৩৫৩ টি নমুনার পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রিপোর্ট পাওয়া গেলো। এই নিয়ে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৬৯৪৭ টি।
আপনার মূল্যবান মতামত দিন: