ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরও ৪১ জন, সুস্থ হয়েছে ১,৮৪১

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ জুলাই ২০২০ ২২:০১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ জুলাই ২০২০ ২২:০১

 

 

ঢাকা, ২১ জুলাই, ২০২০ : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৩৬তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন।
গতকালের চেয়ে আজ ৯ জন কম মারা গেছে। গতকাল ৫০ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭০৯ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন। গতকালের চেয়ে আজ ৭৩ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন।
তিনি জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৪ দশমিক ৭৪ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ বেশি।
অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৯৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১২৯ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৯২৮ জন।
তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ১০ হাজার ৫১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৯১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৭৯ শতাংশ বেশি।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ১৪৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৩২৯ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ১৮০টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৮০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৯৮ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৩৬২ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৪৬৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: