ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দেশে ১৫ লক্ষাধিক পরীক্ষায় করোনা শনাক্ত ৩,০৪,৫৮৩, সুস্থ ১,৯৩,৪৫৮ জন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০ ২৩:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০ ২৩:১৫

 

ঢাকা, ২৭ আগস্ট, ২০২০ : দেশে করোনা শনাক্তের ১৭৩তম দিন পর্যন্ত ১৫ লাখ ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭৫ জন। গতকালের চেয়ে ১৭০ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৪২৭ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬২ দশমিক ৯৪ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ৫৮ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৯ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫৪ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিনও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৮৩ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫১৯ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৬ দশমিক ৭২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫০১ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৮৩৫ জনের। গতকালের চেয়ে আজ ৬৬৬টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৯২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১২৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ৭০ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৫৪টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: