ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৭ জনের, শনাক্ত ২ হাজার ২১১

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০ ০০:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০ ০০:২৭

 

ঢাকা, ২৮ আগস্ট, ২০২০ : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। আর এসময়ে আরও ২ হাজার ২১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মারা গেলেন ৪ হাজার ১৭৪ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার আজ সর্বনিম্ন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে পরীক্ষা হিসেবে শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬।



আপনার মূল্যবান মতামত দিন: