ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তলপেটে লুকানো ১২ সোনার বার

Admin 1 | প্রকাশিত: ৯ মে ২০১৭ ২৩:১৩

Admin 1
প্রকাশিত: ৯ মে ২০১৭ ২৩:১৩

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১২টি সোনার বারসহ বেলাল হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এই সোনার বারগুলো তাঁর তলপেটের ভেতরে ছিল। বিশেষ কৌশলে পায়ুপথ দিয়ে সোনার বারগুলো বের করা হয়।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, সোনার ওজন প্রায় ১ কেজি ৩৯০ গ্রাম। আনুমানিক দাম প্রায় ৬৫ লাখ টাকা।

বেলাল হোসেন শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর পৌঁছান। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।



আপনার মূল্যবান মতামত দিন: