ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জামিন পেলেন কুমিল্লার মেয়র

Admin 1 | প্রকাশিত: ৯ মে ২০১৭ ২৩:২০

Admin 1
প্রকাশিত: ৯ মে ২০১৭ ২৩:২০

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় জামিন পেলেন কুমিল্লার সিটি মেয়র মনিরুল হক সাক্কু।

আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা এই জামিন মঞ্জুর করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে মনিরুল হক সাক্কু আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন চান।

গত ১৮ এপ্রিল দুর্নীতির মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও বিএনপির নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে তাঁর মালামাল ক্রোকেরও আদেশ দেওয়া হয়।

অভিযোগপত্রে ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়।

গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন মনিরুল হক সাক্কু।



আপনার মূল্যবান মতামত দিন: