ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মন্ত্রিসভায় সেনানিবাস আইন ২০১৭-র খসড়া অনুমোদন

Admin 1 | প্রকাশিত: ১৬ মে ২০১৭ ০৯:৩৪

Admin 1
প্রকাশিত: ১৬ মে ২০১৭ ০৯:৩৪

মন্ত্রিসভায় আজ সেনানিবাস আইন ২০১৭-র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এতে ভবন নির্মাণে বিলম্ব ও সেনানিবাস এলাকায় ট্রাফিক আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন লঙ্ঘনে কঠোর শাস্তির বিধান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। সচিব বলেন, মন্ত্রিসভা সানমেরিনো প্রজাতন্ত্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তিতে অনুমোদন দেয়।
বৈঠকে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের (এনএপিই) মহাপরিচালক মো. ফজলুর রহমানের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। তিনি শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ দুর্ঘটনায় অপর চারজন আহত হন।
বৈঠকে মন্ত্রিবর্গ, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীবৃন্দ ও সচিবগণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: