odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

দুই তরুণী ধর্ষণের ঘটনার মামলায় নাঈম আশরাফ গ্রেপ্তার

Admin 1 | প্রকাশিত: ১৮ May ২০১৭ ০৮:৫৪

Admin 1
প্রকাশিত: ১৮ May ২০১৭ ০৮:৫৪

রাজধানীর বনানীতে হোটেলে আটকে রেখে দুই তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি নাঈম আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ মে সিলেট থেকে এ মামলার প্রধান আসামি সিফাতসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন: