ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ দূতাবাস বিনা খরচে লাশ হস্তান্তর করে

Admin 1 | প্রকাশিত: ১৮ মে ২০১৭ ০৯:১০

Admin 1
প্রকাশিত: ১৮ মে ২০১৭ ০৯:১০

বিদেশে কর্মরত অবস্থায় কোনো বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করলে সে দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লাশ বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সাধে যোগাযোগ করে কর্মীর বকেয়া পাওনা এবং নিয়োগের চুক্তি শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ আদায়ের উদ্দ্যোগ গ্রহণ করা হয় এবং প্রাপ্য অর্থ মৃত কর্মীর অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।


লাশ ফেরত আনার ক্ষেত্রে ৩-১০ দিন আর ক্ষতি পূরণ আদায়ের ক্ষেত্রে প্রায় ৬ মাস লাগে। এ সংক্রান্ত কাজে কোন প্রকার ফি দেওয়ার প্রয়োজন হয় না। বিষয়টি মহাপরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন।
জনশক্তি, কর্মসংস্থান প্রমিক্ষণ ব্যুরো, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস সমূহ থেকে সকলেই এ সংক্রান্ত সেবা পেতে পারে।
কার্যসম্পাদনের জন্য হাসপাতালের স্বাক্ষর, পাসপোর্ট, ভিসা, কাজের চুক্তিপত্রের কপি, এয়ারওয়েজ ডকুমেন্ট, ওয়ারিশনামা (চেয়ারম্যান/নোটারি পাবলিক/ম্যাজিস্ট্রেট কর্তৃক) সত্যায়িত, তদন্ত প্রতিবেদন ও দূতাবাসের মতামত। এক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও কল্যাণ বিধিমালা ২০০২ প্রযোজ্য হবে।



আপনার মূল্যবান মতামত দিন: