ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
যুক্তরাজ্যের গবেষণা

করোনার টিকায় অন্য গুরুতর রোগের ঝুঁকি কমায় ৮০ ভাগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মার্চ ২০২১ ১৯:১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ ২০২১ ১৯:১২

নিজস্ব প্রতিবেদক

 

করোনার টিকা নেয়ার ফলে গুরুতর অসুস্থতার ঝুঁকি থেকে ৮০ ভাগ মুক্তি পাওয়া যায়। ফলে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন ৮০ শতাংশের বেশি কমে যায়।

সম্প্রতি সময় দ্য পাবলিক হেলথ ইংল্যান্ডের গবেষণায় এমন তথ্য নিশ্চিত করেছে ।

ওই গবেষণায় জানা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজার-বায়োএনটেকের টিকার একটি ডোজ নিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন ৮০ শতাংশের বেশি কমে যায়।

টিকা দেওয়ার পরে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত এর কার্যকারিতা পরীক্ষার ভিত্তিতে এমন তথ্য পাওয়া গেছে বলে গবেষক দলের দাবি।

৮০ বছরের বেশি বয়সী যাঁরা প্রথমবারের মতো টিকা নিয়েছিলেন, তাঁদের ওপর এই গবেষণা পরিচালিত হয়।

বিবিসির আজ মঙ্গলবারের খবরে জানা যায়, সরকারি বিজ্ঞানীরা গবেষণার ফলাফলে সন্তুষ্ট হয়েছেগত সপ্তাহে স্কটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত গবেষণাতেও একই তথ্য পাওয়া গেছে।

ডাউনিং স্ট্রিটে স্থানীয় সময় গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক ব্রিফিংয়ে জানান, টিকার সাম্প্রতিক ফলাফল খুবই শক্তিশালী।

তিনি বলেন, যুক্তরাজ্যে হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৮০ বছরের বেশি বয়সী মানুষের চিকিৎসা নেওয়ার হার গত কয়েক সপ্তাহে কমে এসেছে। টিকার প্রথম ডোজের কারণে এমনটা ঘটতে পারে।

ওই সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোনাথন ভন ট্যাম বলেন, ‘টিকা কর্মসূচি নিয়ে পরিচালিত ওই গবেষণায় আভাস পাওয়া যাচ্ছে যে আগামী কয়েক মাসে আমরা অন্য রকম বিশ্ব পাব।’

করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য দ্বিতীয় ডোজ টিকা নেওয়াও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

ভন ট্যাম বলেন, টিকার দ্বিতীয় ডোজ রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে। দ্বিতীয় ডোজ নিলে রোগ প্রতিরোধের ক্ষমতা দীর্ঘমেয়াদি থাকে।

শহীদুল /



আপনার মূল্যবান মতামত দিন: