
মোঃএনায়েত হোসেন ,নোয়াখালী জেলা প্রতিনিধি: লকডাউনের তৃতীয় দিন শুক্রবার (১৬ এপ্রিল) হাতিয়া দ্বীপে ৮টি মামলায় ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
করোনার বিস্তার রোধে শুক্রবার অন্যান্য বাজার গুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিকেলে ১টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সাধারণ মানুষকে সরকার নির্দেশিত লকডাউন মেনে চলার আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।
হাতিয়া দ্বীপে করোনা সংক্রমণ রোধে লকডাউন নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে
আপনার মূল্যবান মতামত দিন: