ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ধামরাইয়ে পাইওনিয়ার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

Biplob | প্রকাশিত: ১৩ মে ২০২১ ০৫:৩৯

Biplob
প্রকাশিত: ১৩ মে ২০২১ ০৫:৩৯

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি)পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার ধামরাইয়ের ফোর্ডনগর গ্রামের অসহায় হয়ে পড়া হত দরিদ্র ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পাইওনিয়ার সমাজ কল্যাণ সংস্থা।

ধামরাই উপজেলার ফোর্ডনগরে স্বাস্থ্যবিধি মেনে পাইওনিয়ার সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম বলেন,মহামারি করোনায় দরিদ্র পরিবারের মানুষ অসহায় হয়ে পড়েছে।আমরা সব সময় এসব অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ছিলাম,আছি এবং আগামীতেও থাকবো।

সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার ২৫০ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পাইওনিয়ার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন (রিয়াজ) ও সাধারণ সম্পাদক মনির হোসেন (আপন)



আপনার মূল্যবান মতামত দিন: