-2021-06-16-20-39-09.jpg)
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় করোনা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেতে শুরু করেছে। সে হিসেবে মাগুরা জেলাতেও করোনা সংক্রমণ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে ।
যেকারণে মাগুরা জেলা প্রশাসন এ সংক্রমণ রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন । মাগুরা জেলা শহর ও মহম্মদপুর উপজেলাকে লক-ডাউন ঘোষণা করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য উপজেলাতে সতর্ক বার্তা প্রেরণ করা হয়েছে ।
এরই অংশ হিসেবে শ্রীপুর উপজেলা প্রশাসন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর নির্দেশেক্রমে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র নেতৃত্বে শ্রীপুর সদর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা করা হয় । নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, মোটরবাইক চালককে হেলমেট ব্যবহার,যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী বহনসহ বিভিন্ন বিষয়ে লোকজনদের জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা করেন।
এছাড়াও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মোটরবাইক ও খাবারের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় এবং গণপরিবহণে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করা হয়।
এবিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ বলেন,সরকারি নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালিত হচ্ছে এবং পরিবেশ ভাল না পর্যন্ত অব্যাহতভাবে এ অভিযান চলতেই থাকবে।
তবে করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেষ্ট হওয়ার জন্য বিশেষভাবে আহবান করেন।
আপনার মূল্যবান মতামত দিন: