
বিপ্লব,সাভারঃ সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগাক্রান্ত ও কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত এবং অতিদরিদ্র ব্যক্তি, পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফ এর, খাদ্য সহায়তা হিসেবে এই চাল বিতরণ করা হয়।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফএ’র মোট ৩৫০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয় । ধারাবাহিকতায় মোট ১৬৪৯ জনের মাঝে এই চাল বিতরণ করা হবে ।
ঈদুল আযহার আগ মুহূর্তে এমন সাহায্য ও সহযোগিতা পেয়ে অনেক খুশি ক্ষতিগ্রস্ত মানুষগুলো ।
উক্ত চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ,তেঁতুলঝোড়া ইউনিয়নের সচিব ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মীর আবদুল বারেক । উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
জনগণকে সম্মান দিন, জনগণই আপনাকে সম্মানিত করবেন।
জনগণের প্রাপ্য সামগ্রী বিতরণকালে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড় করিয়ে না রেখে সারা বছর প্যান্ডেল করে চেয়ারে বসিয়ে সম্মানের সাথে বিতরণের অনন্য নজির সৃষ্টি করেছেন সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর
আপনার মূল্যবান মতামত দিন: