ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

করোনায় কেউ মারা যায়নি : নতুন আক্রান্ত ২৬২

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ০৭:০৭

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ০৭:০৭

 

sharethis sharing button

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২১  : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে কেউ মারা যায়নি। এর আগে গত ২০ নভেম্বর কারও মৃত্যু হয়নি। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার কমেছে দশমিক ১৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ, আজ কমে হয়েছে ১ দশমিক ২২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬২ জন। গতকাল ২০ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৭৭  জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৯০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৫ হাজার ৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০২ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৩ শতাংশ। গতকালও ১ দশমিক ৫৫ শতাংশ শনাক্ত হয়েছিল। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল মারা গেছে ২ জন।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৮৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।
 



আপনার মূল্যবান মতামত দিন: