

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২১ : আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর টানা চারদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদেরকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে আজ সারা দেশে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাসসের জেলা সংবাদদাতারা জানান-
বগুড়া : এ বছর ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে প্রায় পৌনে ৫ লাখ শিশুকে। জেলার মোট ২ হাজার ৮০৪ টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী জেলার শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা সিভিল সার্জনের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন- বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।
বান্দরবান : সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে এই ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত হয়। জেলায় এ বছর ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৯২৬জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৩৮৭জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা’র সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া : জেলায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ। কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং চিকিৎসকগন উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা : জেলায় প্রায় দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এ উপলক্ষে সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন। মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ : জেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৭৭ হাজার ৩৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য জানান। এ সময় মেডিকেল কর্মকর্তা ডা. সাকিবুর রহমান, ইপিআই সুপারেন্ডেট ডাধ দীপক রঞ্জন সরকারসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নওগাঁ : জেলায় মোট ৩ লা ৬৪ হাজার ৭০৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বেলা ১২টায় জেলা সিভিল সার্জন অফিসের মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ এসব তথ্য জানিয়েছেন।
নড়াইল : জেলার ৩উপজেলায় ৯৭ হাজার ৫৮৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বেলা সাড়ে ১১ টায় নড়াইল সিভিল সার্জন অফিস সভাকক্ষে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এসব বিষয়ে অবহিত করা হয়। সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় সভাপতি হিসেবে বক্তৃতা করেন সিভিল সার্জন ডা. নাছিমা আকতার। কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সুব্রত হালদার, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহীম আল মামুন, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পাবনা : জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে জেলা সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা সিভিল সার্জন কার্য়ালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়- এবার ১৮২৭ টি টিকা কেন্দ্রে ৩ লাখ ৮৭ হাজার ২৬৭ জন শিশু কে টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিভিল সার্জন ড. মনিসর চৌধুরীর সভাপতিতে কর্মশালায় তথ্য চিত্র উপস্থাপন করেন ডা. খায়রুল কবীর। কর্মশালায় উপস্থিত ছিলেন- জেলা তথ্য কর্মকর্তা মো. সামিউল ইসলাম, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. রবিউর আলম প্রমুখ।
দিনাজপুর : ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয় আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ২টায় সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মো. শাহ্ মোহাম্মদ এজাজুল হক। মূল প্রবন্ধের উপরে আলোচনা করেন সাংবাদিক সালাউদ্দিন আহম্মেদ, শাহীন হোসেন, রেজাউল করিমসহ প্রমুখ।
সিভিল সার্জন সাংবাদিকদের জানান, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াতে হবে। এবার স্থায়ী ক্যাম্প ১৩টি, অস্থায়ী ক্যাম্প ২ হাজার ৫৮৯টি, অতিরিক্ত কেন্দ্র ১২টি মোট ২ হাজার ৬১৪টি। কাম্পেইন বাস্তবায়নে মাঠকর্মী ও সেচ্ছাসেবীর সংখ্যা ৬ হাজার ৩২জন থাকবে। তিনি বলেন, ভিটামিন “এ” দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
মেহেরপুর : জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিক্যাল অফিসার ফয়সাল হারুন। সিভিল সার্জন বলেন- আগামী ১১ ডিসেম্বর থেকে চারদিন ব্যাপী এ ক্যাম্পেইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২’শ ৬১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬১ হাজার ৮শ’ ২১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালায় সঞ্চালনা করেন ইপিআই সুপার আব্দুস সালাম। ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাকিগণা অংশ নেয়।
আপনার মূল্যবান মতামত দিন: