odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

তোফায়েল খানের ইন্তেকাল: কেরানীগঞ্জ ও গলাচিপায় শোকের ছায়া

odhikarpatra | প্রকাশিত: ১৮ June ২০২৫ ০২:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৮ June ২০২৫ ০২:৫২

গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের কৃতীসন্তান এবং বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে বসবাসরত তোফায়েল খানের ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ জন্মভূমি গলাচিপা ও বর্তমান আবাসস্থল কেরানীগঞ্জে।

তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন ২০২৫, শনিবার বেলা ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তোফায়েল খান ছিলেন একজন মানবিক, উদার ও সমাজসেবক ব্যক্তি। কেরানীগঞ্জে অবস্থানকালীন সময়ে গলাচিপা উপজেলার বহু অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিভিন্ন সময় চিকিৎসা, শিক্ষা ও খাদ্যসহায়তার মতো উদ্যোগ গ্রহণ করে তিনি অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব এবং উপকারভোগী অসংখ্য মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মরহুমের নামাজে জানাজা ও নিজ এলাকায় "জানাজা গতকাল বিকাল ৪টায় পানপট্টি ইউনিয়নের নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে

আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন—আমিন।



আপনার মূল্যবান মতামত দিন: