ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

কুমিল্লায় ট্রাক্টর উল্টে  প্রাণ গেল ৩ জনের

কুমিল্লা প্রতিনিধি  | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০০:১০

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০০:১০

কুমিল্লার মুরাদনগর উপজেলার আশা-মতি ইটভাটার একটি ট্রাক্টর খাদে পড়ে চালকসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সাতসকালে এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন মুরাদনগর-শ্রীকাই সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ইটভাটা শ্রমিকরা হলেন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের বল্লভ বাড়িয়া এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২), শাহ আলমের ছেলে বাবুল (২২) ও ওয়াহিদ মিয়ার ছেলে হাছান (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতি দিনের মতো শনিবার সকালে উপজেলার বাখরনগর থেকে শ্রীকাইল ইউনিয়নের আশা-মতি ইটভাটার শ্রমিকরা একটি ট্রাক্টরে করে কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে মোচাগড়া নামক স্থানে পৌঁছার পর ট্রাক্টরটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনারস্থলেই চালকসহ ইটভাটার তিন শ্রমিকের মৃত্যু হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে আমিসহ থানার একদল পুলিশ ঘটনারস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। কোনো প্রকার অভিযোগ না থাকায় লাশ যার যার পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: