odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

মুন্সীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ৩

Admin 1 | প্রকাশিত: ১০ June ২০১৭ ২২:২৭

Admin 1
প্রকাশিত: ১০ June ২০১৭ ২২:২৭

মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মাসুদ ঢালী (২২) নামে এক যুবক নিহত এবং বোমা ও গুলিতে আরও তিন জন গুরুতর আহত হয়েছে।
শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামে এই সংঘর্ষ বাধে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত মো. তারিফকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সাইফুল খান (১৬) ও বোমায় আহত ইসলাম দেওয়ানকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামে চরকেওয়ার ইউপির সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূইয়া গ্রুপ এবং বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ বাধে। এই দু’পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: