
গত রোববার রাত থেকে শুরু হয়ে গতকাল সোমবার দিনভর বৃষ্টি। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকা। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্র পানিতে থইথই। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল রাজধানীতে ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজটে দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল গতকাল রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও মৌসুমি বায়ু একত্র হওয়ায় এই তুমুল বৃষ্টিপাত হয়েছে। গত ৩০ মে দেশের উপকূল দিয়ে মৌসুমি বায়ু প্রবেশ করলেও গতকাল থেকে তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফলে শুধু রাজধানী নয়, দেশের বেশির ভাগ এলাকাতেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ১৯০ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, গভীর নিম্নচাপের কারণে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ও মেঘ বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেছে। এর সঙ্গে প্রবল মৌসুমি বায়ু যোগ হয়ে এত বৃষ্টিপাত ঘটাচ্ছে। আজ মঙ্গলবার বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও নৌযানগুলোকে সাবধানে ও নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: