odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

সিরাজদিখানে ২শ ৪০ পিস বিয়ার উদ্ধার

Admin 1 | প্রকাশিত: ১৩ June ২০১৭ ১৬:৪৬

Admin 1
প্রকাশিত: ১৩ June ২০১৭ ১৬:৪৬

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২শত ৪০ পিস বিয়ার উদ্দার করেছে সিরাজদিখান থানা পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে ১০ কাটুন(২৪০)ক্যান বিয়ার ফেলে পালিয়ে গেছে একদল মাদক ব্যবসায়ী।

উপজেলার বয়রাগাদী ইউনিয়নের দক্ষিণ গোবরদীর কাছে তিন রাস্তার মোড় থেকে এই বিয়ার উদ্ধার করা হয়। গত সোমবার রাত ১০ টার দিকে গেপান সংবাদের ভিত্তিতে (সিরাজদিখান সার্কেল) সিনিয়র এএসপি কাজী মাকসুদা লিমা এর নেতৃত্বে সিরাজদিখান থানা পুলিশ মাদক ব্যবসায়ীদের উপজেলার রাজদিয়া থেকে ধাওয়া করলে মাদক ব্যবসায়ীরা দক্ষিণ গোবরদীর কাছে এই বিয়ারের পিস ফেলে পিকাপ-এ করে পালিয়ে যায়।বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেযারম্যান গাজী আলাউদ্দিন জানান, বয়রাগাদী এখন মাদক ব্যাবসায়ীদের নিরাপদ রুট হয়েছে।

রাতে এই ইউনিয়নের পুলিশি টহল বারালে মাদক ব্যাবসায়ীরা এ এলাকায় রাতে ঢোকতে পারবে না। সিরাজদিখান থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,আশা করি খুব শীঘ্রই মাদক ব্যবসায়ীদের চিন্নিত করে আইনের আওতায় আনা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: