odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

পাহাড় ধস এলাকা পরিদর্শনে সেতুমন্ত্রী

Admin 1 | প্রকাশিত: ১৫ June ২০১৭ ১২:০১

Admin 1
প্রকাশিত: ১৫ June ২০১৭ ১২:০১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বান্দরবান জেলার পাহাড় ধস ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন।
বুধবার বেলা আড়াইটার দিকে তিনি বান্দরবানের দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ছিলেন। তারা বন্যাদুর্গতদের মাঝে ত্রাণও বিতরণ করেন।
এর আগে ওবায়দুল কাদেরসহ পরিদর্শন দলের সদস্যরা জেলা শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় বন্যাদুর্গতদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।



আপনার মূল্যবান মতামত দিন: