
বিশ্বের অন্তত ১২টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস ‘মাঙ্কিপক্স’।এ নিয়ে উদ্বিগ্ন সারাবিশ্ব। এমন পরিস্থিতিতে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে দেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা দেশের সব বন্দর সংশ্লিষ্টদের সতর্ক চিঠি দিয়ে অবহিত করেছি।’
নাজমুল বলেন, ‘বিমানবন্দরের মেডিক্যাল অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে। কারও মধ্যে উপসর্গ থাকলে বা সন্দেহ হলে তাকে চিহ্নিত করে দ্রুত সংক্রামক হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, ‘বিভিন্ন দেশের পরিস্থিতি বুঝে এবং সবার সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত জানানো। যেহেতু ভাইরাসটি এখনও বাংলাদেশ শনাক্ত হয়নি, সে ক্ষেত্রে আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে যা যা করণীয় আমরা তা তা করব।’
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ নিয়ে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে রোগের সম্ভাব্য ভ্যাকসিন কিনেছে।
আপনার মূল্যবান মতামত দিন: