ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন

জাপানের সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে সেদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষরের প্রস্তুত গ্রহণ করা প্রয়োজন

odhikarpatra | প্রকাশিত: ৬ জুন ২০২২ ০৭:৪৯

odhikarpatra
প্রকাশিত: ৬ জুন ২০২২ ০৭:৪৯

 

রোববার রাজধানীর একটি হোটেলে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে এফটিএ/ইপিএর সম্ভাব্যতা যাচাই’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে টিপু মুনশি বলেন, জাপান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং উন্নয়ন সহযোগী। গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার।  তিনি বলেন, জাপানের সাথে এফটিএ বা ইপিএ স্বাক্ষরের বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।  এবিষয়ে সম্ভাব্যতা যাচাই শুরু করার সময় এসেছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদেশী বিনিয়োগ উৎসাহিত করতে বিনিয়োগকারিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান প্রদান করছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন,  জাপানের পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী অংশীদার কানাডা, চীন, ভারত,দক্ষিন কোরিয়া, অস্ট্রেলিয়া এবং রাশিয়ার সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষরের চেস্টা করছে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ব্যবসায়ী অংশীদার দেশের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের নির্দেশ প্রদান করেছেন। এতে করে বাংলাদেশ সাময়িক ভাবে শুল্ক হারালেও দীর্ঘমেয়াদে লাভবান হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। 
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন খুবই আকর্ষণীয় স্থান। বাংলাদেশ উন্নত ও উন্নয়নশীল  উভয় দেশের সঙ্গে বিনিয়োাগ এবং বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করছে। এছাড়া যে সকল দেশে রপ্তানির পরিমাণ বেশি তাদের সঙ্গেও আলোচনা চলছে।  
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটো, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান্যান মাহফুজার আকতার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেট্রোর আবাসিক প্রধান ইউজি আনদো। 
প্যানেল আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মোহাম্মদ মাহবুবুল হক, জেবিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মতিউর রহমান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান্যান মাসরুর রেজা এবং জাপানিস কমার্স এন্ড ইন্ডাস্ট্্ির এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাইয়ংহো লি। সেমিনারে স্বাগত বক্তব্য দেন জেবিসিসিআই  প্রেসিডেন্ট আসিফ এ চৌধুরী। সেমিনারটি সঞ্চালনা করেন জেবিসিসিআই সেক্রেটারি জেনারেল তারেক রাফি ভূইয়া জান।



আপনার মূল্যবান মতামত দিন: