odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th October 2025, ২৭th October ২০২৫

করোনায় গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৫৯ জন

odhikarpatra | প্রকাশিত: ১০ June ২০২২ ০৯:২৮

odhikarpatra
প্রকাশিত: ১০ June ২০২২ ০৯:২৮

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৯ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৫৮ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৯ জন। শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। আগের দিন ৪ হাজার ৯০১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৮ জন। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৯ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৬ জন। শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। গতকালও এই হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৪৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৯২০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: