odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

মুন্সিগঞ্জে ধলেশ্বরীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 

odhikarpatra | প্রকাশিত: ১৪ July ২০২২ ০৯:০৮

odhikarpatra
প্রকাশিত: ১৪ July ২০২২ ০৯:০৮

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি : 

মুন্সিগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকাধীন ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে অবয়ব আহমেদ পুর্ণ নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুরে নয়াগাঁও এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ কিশোর নয়াগাঁও এলাকার অপূর্ব সূচনা'র ছেলে। নিখোঁজ পূর্ণ প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদ সুলতানা এবং অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক সভাপতি অপূর্ব সূচনার একমাত্র সন্তান নাট্যকর্মী অবয়ব আহমেদ পূর্ণ। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিক পূর্ণ তার দুইজন আত্মীয়ের সাথে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে তার হাতে থাকা ফুটবল টি ছুটে যায়। সে সময় সে স্রোতের তোড়ে তলিয়ে যায়। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়েছে। 

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মো: আকবর হোসেন জানান, ঘটনার পরপরই আমরা নিখোঁজের বন্ধুদের সাথে কথা বলে উদ্ধার কাজে নামি। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সদর পুলিশ আমাদের সাথে উদ্ধার অভিযানে নামে । মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আবু ইউসুফ জানান, আমরা উদ্ধার অভিযান পরিচালনা করছি। তবে এখন পর্যন্ত স্কুলছাত্রের খোঁজ মিলেনি। কিন্তু উদ্ধার অভিযান অব্যাহত আছে। 

  



আপনার মূল্যবান মতামত দিন: