odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

উবারসহ মোবাইল অ্যাপ নির্ভর পরিবহন সেবা উন্মুক্ত করতে চায় সরকার : ওবায়দুল কাদের

Admin 1 | প্রকাশিত: ২২ June ২০১৭ ১৬:৫২

Admin 1
প্রকাশিত: ২২ June ২০১৭ ১৬:৫২

ঢাকা মহানগরীতে উবারসহ অন্যান্য মোবাইল অ্যাপ নির্ভর যাত্রী পরিবহন সেবা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চায় সরকার।
এ লক্ষ্যে খসড়া নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলেছে। নীতিমালা চূড়ান্ত করতে জনগণের পাশাপাশি শীঘ্রই অংশীদারদেরও মতামত নেয়া হবে।
আজ বৃহষ্পতিবার সকালে মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সাথে উবার ইস্ট রিজিওন-এর পাবলিক পলিসি বিষয়ক প্রধান মিজ চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে মন্ত্রী একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, প্রযুক্তি নির্ভর সেবা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। তবে এ সকল সেবা দেশের প্রচলিত আইন ও কাঠামোর আওতায় আনতে হবে।
তিনি বলেন, উন্নত বিশ্ব বা বিশ্বের জনবহুল নগরীর মতো ঢাকা মহানগরীতে মোবাইল অ্যাপস্রে মাধ্যমে রাইড শেয়ারিং সেবা পরিচালনায় যাত্রীস্বার্থের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক ও বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: