ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নাটোরে অপরিচ্ছন্ন ও বাসি খাবার বিক্রি করায় জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩০

odhikarpatra
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩০

নাটোর জেলার সিংড়া উপজেলায় আজ অপরিচ্ছন্ন পরিবেশ ও পচাবাসি খাবার বিক্রি করায় দুই রেস্টুরেন্ট ও দোকান মালিককে সাতহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

আজ শনিবার দুপুরে উপজেলার বিলদহর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিলদহর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ ও বাসি-পচা খাবার ফ্রিজে রেখে বিক্রি করার অপরাধে শাফি হোটেলের মালিক শফিকুল ইসলামকে পাঁচহাজার টাকা এবং দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা না থাকায় শামসুল আলম নামে এক মুদি দোকানিকে দুইহাজার টাকা জরিমানা করা হয়। 
ভ্রাম্যমান আদালতের বিচারক ও মো. আল ইমরান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: