ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

odhikarpatra | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ০৬:০০

odhikarpatra
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ০৬:০০

জেলার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আজ সকালে দ্রুতগামী একটি ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছেন। দিনাজপুর ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত পরিদর্শক এটিএম তৌহিদুল ইসলাম জানান- দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর খানপাড়ার মকবুল হোসেনের পুত্র মোহাম্মদ আলী (৬৫), একই উপজেলার রাজিবপুর গ্রামের আজিজুল হকের পুত্র আজগার হোসেন (৩৫) ও রাজিবপুর গ্রামের সাজেদুর রহমানের পুত্র মকবুল হোসেন (৪০)। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ তানভিরুল ইসলাম শনিবার দুপুরে জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও স্টাফেরা পালিয়ে গেছেন। ট্রাকটি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: