odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

অভিষেক হতে যাচ্ছে গাম্বিয়ার নতুন প্রেসিডেন্টের

Admin 1 | প্রকাশিত: ১৯ February ২০১৭ ০১:৪৩

Admin 1
প্রকাশিত: ১৯ February ২০১৭ ০১:৪৩

গাম্বিয়ার রাজধানী বাঞ্জুলে দেশটির নতুন প্রেসিডেন্ট আদামা ব্যারোর আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে। সেখানে দেশটির ৫২তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন করা হবে। গত মাসে প্রতিবেশী দেশ সেনেগালে গাম্বিয়ার দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। 
 
দীর্ঘ দিনের শাসক ইয়াহিয়া জাম্মেহ্ নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। আঞ্চলিক ক্ষমতাশালী দেশগুলোর চাপে অবশেষে তিনি স্বেচ্ছায় ইকুয়েটোরিয়াল গিনিতে নির্বাসনে যান।
 
আদামা ব্যারো গাম্বিয়ার ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট। তিনি দেশে নতুন শাসন ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। ইয়াহিয়া জাম্মেহ্ দেশটিকে কঠোর হাতে পরিচালনা করেন।
 
বাসস


আপনার মূল্যবান মতামত দিন: