
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৪ ও বেসরকারি হাসপাতালে ২১ জনের সংক্রমণ শনাক্ত হয়। তবে এ সময়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে জানা যায়, সর্বশেষ ৫৫ জনসহ এ বছরে চট্টগ্রাম জেলায় মোট ডেঙ্গু-আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৭০ জন ও বেসরকারি হাসপাতালে ৫১৩ জনের সংক্রমণ ধরা পড়ে। ৫২ রোগি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩১ জন। মারা গেছেন ১১ জন।
আপনার মূল্যবান মতামত দিন: