odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি ৬২৪ জন

odhikarpatra | প্রকাশিত: ১১ October ২০২২ ০৭:২৭

odhikarpatra
প্রকাশিত: ১১ October ২০২২ ০৭:২৭

 গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২৪ জন  হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৪৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪০৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৭০ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২১ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৫ হাজার ৮৮৫ জন, ঢাকার বাইরে ৫ হাজার ৩০৮ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ১৮ হাজার ৬৮৪  জন। এরমধ্যে ঢাকায় মোট ১৪ হাজার ১৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪ হাজার ৬৭০ জন।



আপনার মূল্যবান মতামত দিন: