
আশুলিয়া থানার নয়ারহাটে চৌরাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব-৪। টিনশেড বাড়িটির ভেতরে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে। আশপাশের ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘আস্তানার ভেতর কয়েকজন জঙ্গি আছে। তারা ভেতর থেকে র্যাবের দিকে গুলি, বোমা ও বিস্ফোরক জাতীয় দ্রব্য ছুড়ে মেরেছে। র্যাব তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছে। আত্মসমর্পণ না করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
র্যাব-৪ এর সংশ্লিষ্ট সূত্র জানায়, গার্মেন্ট শ্রমিক পরিচয়ে বাড়িটি ভাড়া নেওয়া হয়। বাড়ির মালিকের নাম ইব্রাহিম। তাকে আটক করা হয়েছে। বাড়ির ভেতর তিন-চারজন থাকতে পারে বলে ধারণা করছে র্যাব।সন্দেহভাজন জঙ্গিরা রাত তিনটার দিকে ভেতর থেকে কয়েক রাউন্ড গুলি করেছে। তবে এখনও পর্যন্ত কেউ হতাহতের শিকার হয়নি। বাড়ির মালিক ইব্রাহিমকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে।
র্যাবের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বাড়িটির ভেতর বিস্ফোরক আছে। নিরাপত্তার কারণে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকা র্যাব ঘেরাও করে রেখেছে। সাংবাদিকসহ অন্যান্যদের ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে সরিয়ে রাখা হয়েছে। অভিযানের জন্য অপেক্ষা করে আজ সকাল সাড়ে ছয়টা থেকে ওই আস্তানায় অভিযান শুরু করেছে র্যাব সদস্যরা।
আপনার মূল্যবান মতামত দিন: