ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৬১ জন ডেঙ্গু আক্রান্ত

odhikarpatra | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০৫:৩১

odhikarpatra
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০৫:৩১

 চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৬১ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। আজ বৃহস্পতিবার  দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে। গতকাল চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলো ৫৯ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রামে মোট ১ হাজার ৩৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো ৬০১ জন। আর চলতি মাসের আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১৭ জন।
চট্টগ্রামে মোট ১ হাজার ৩৩২ জন ডেঙ্গু রোগীর মধ্যে মহানগরের ৯৫৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। সবচেয়ে বেশি একশ’ জন আক্রান্ত হয়েছে সীতাকু- উপজেলায়; এরপর কর্ণফুলী এলাকায় ৫৩ জন।



আপনার মূল্যবান মতামত দিন: