ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
মেহেরপুরে 'জঙ্গি আস্তানায়'

অভিযান শেষ, নারী-শিশুসহ আটক ৪

shahidul Islam | প্রকাশিত: ২২ জুলাই ২০১৭ ১৪:০৪

shahidul Islam
প্রকাশিত: ২২ জুলাই ২০১৭ ১৪:০৪

অধিকারপত্র প্রতিবেদক : মেহেরপুরের গাঙনি উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশের অভিযানের পর সেখান থেকে দুই নারী ও দুই শিশুকে আটক করা হয়েছ। পুলিশের অভিযানে কোনও বিস্ফোরক কিংবা অস্ত্র পাওয়া যায়নি। এতে কেউ হতাহতও হননি বলে জানিয়ছেন মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান

 

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামন্দীর আখ সেন্টারপাড়ার সৌদি আরব প্রবাসী মিশকাত আলীর দোতলা বাড়িটিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে অবস্থান নেয় জেলা পুলিশের একাধিক দল।

 

এসময় আশেপাশের লোকজন সরিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে বাড়িতে অবস্থান করা ব্যক্তিদের বেরিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে বেলা ১২টার দিকে অভিযান শুরুর পর রজনী খাতুন (২০) ও মাবিয়া খাতুন (৩৫) নামের দুই নারী দুটি শিশুসহ বের হয়ে আসেন।

 

পুলিশ সুপার বিফ্রিংয়ে বলেন, সৌদি প্রবাসীর বাড়িতে কয়েকটি পরিবার ভাড়া থাকতো। ১৫ দিন আগে রজনী ও মাবিয়া স্বামী সন্তানসহ দোতলায় ভাড়ায় আসেন। কিন্তু তারা ওই বাড়ির নীচতলা ও আশেপাশের বাসিন্দাদের সঙ্গে চলাফেরা করতে না। খুব একটা বাড়ি থেকে বেরও হতেন না।

 

তিনি জানান, তাদের চলাফেরা সন্দেহজনক। গোপন সংবাদে বড়িটিতে অভিযান চালানো হয়। তাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: