
অধিকারপত্র প্রতিবেদক : কক্সবাজারে পৃথক পাহাড়ধসে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচ জন। মঙ্গলবার রাত ৩টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারি পরিচালক আব্দুল মালেক বলেন, ভারি বর্ষণের ফলে রামুর চেইন্দা এলাকায় পাহাড় ধসে ঘটনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা (৫) ও জিহান (৭) নামের দুই শিশু নিহত হয়। মাটি চাপা থেকে উদ্ধার করা হয়েছে তাদের বাবা জিয়াউর রহমান (৩৫) ও মা আনার কলিকে (২৯। উদ্ধার করা দম্পতিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, একই সময়ে শহরের লাইট হাউজ এলাকায় পাহাড় ধসে মোহাম্মদ শাহেদ (১৮) ও সাদ্দাম হোসেন (২৮) নিহত হন। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন দেলোয়ার হোসেন (২৫) ও আরফাত হোসেন (৩০)।
প্রসঙ্গত, গত সোমবার দুপুর থেকে কক্সবাজারে থেমে থেমে ভারি বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: