odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, ভর্তি ৪৬২ জন

odhikarpatra | প্রকাশিত: ২৭ November ২০২২ ০৯:০৫

odhikarpatra
প্রকাশিত: ২৭ November ২০২২ ০৯:০৫

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৪৪ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬২ জন। এর মধ্যে ঢাকায় ২৪১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২২১ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৯৮৮  জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৭১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৮১৭ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৫ হাজার ৬০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৫২৮ জন এবং ঢাকার বাইরে ২০ হাজার ৭৯ জন।
অন্যদিকে,চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ৫৩ হাজার ৩৭৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৪ হাজার ২০৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৯ হাজার ১৬৭ জন সুস্থ হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: