odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

যেখানে নারী উত্যক্তকারীই সিনেমার নায়ক!

Admin 1 | প্রকাশিত: ১৯ February ২০১৭ ২২:৪৬

Admin 1
প্রকাশিত: ১৯ February ২০১৭ ২২:৪৬

 

বাংলাদেশ ও ভারত উভয় রাষ্ট্রেই ধর্ষণ বা গণ ধর্ষণ বা ইভ টিজিং নিয়মিত ঘটনা। বাংলাদেশে এক শ্রেণীর পুরুষ নারীকে উত্যক্ত করার কারণ হিসেবে নারীর পোশাককে দায়ী করে থাকে।

যেহেতু বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, তাই তাদের যুক্তিকে জোরালো করার জন্য তারা ধর্মীয় বিধিনিষেধ যোগ করার চেষ্টা করে। কিন্তু ভারতে তো হিন্দু সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, আর হিন্দু ধর্মে হিজাব বা পর্দাকে বাধ্যতামূলক করা হয়নি। তাহলে ভারতে কী সমস্যা?

ভারতে কেন এতো নারী ধর্ষিত হচ্ছে, কেন এতো গণ ধর্ষণের ঘটনা ঘটছে? ভারতের ধর্ষকদের কি অজুহাত?

কিছুদিন আগে আমার এক ভারতীয় বান্ধবীকে এই প্রশ্নগুলোই করেছিলাম। উত্তরে আমার বান্ধবী বললো, সেখানেও একই সমস্যা। মেয়েদের পোশাককেই ধর্ষণ বা যৌন হয়রানির কারণ হিসেবে দেখা হয়।

আমার ভারতীয় বান্ধবীটির কথার সত্যতা মিললো, দক্ষিণ ভারতের এক মন্ত্রীর বক্তব্যে। ব্যাঙ্গালোরে ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে যৌন হামলার ঘটনার পর তিনি বলেছেন, মেয়েরা 'পশ্চিমাদের মতো' পোশাক পরার কারণেই এই ঘটনা ঘটেছে।



আপনার মূল্যবান মতামত দিন: