odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন, নতুন আক্রান্ত ১৪

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২২ ০৮:২৪

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২২ ০৮:২৪

 

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২২ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ ১ হাজার ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৬ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ২০ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল দশমিক ৬৩ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৮৩ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৩ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৩ জন। শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭৭ শতাংশ। 



আপনার মূল্যবান মতামত দিন: