odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th October 2025, ২৭th October ২০২৫

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১ জন

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২২ ০৬:৪৮

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২২ ০৬:৪৮

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২২ : দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৪৮৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৫ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ৩০ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল দশমিক ৪৯ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৭৯ শতাংশ। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৬৫ হাজার ১০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। 
এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ৫২৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫ জন। শনাক্তের হার দশমিক ৭০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৪২ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: