odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে কানাডা

odhikarpatra | প্রকাশিত: ১২ January ২০২৩ ০৯:০৮

odhikarpatra
প্রকাশিত: ১২ January ২০২৩ ০৯:০৮

মন্ট্রিল, ১১ জানুয়ারি, ২০২৩: কানাডা যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তা  ইউক্রেনকে সরবরাহ করবে। 

মেক্সিকো সিটিতে মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এ ঘোষণা দেন।
প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি এ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্যমান ৩০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
তিনি আরো বলেছেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক বোমা হামলা ঠেকাতে কানাডা ন্যাশনাল এডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম(এনএএসএএমএস) ইউক্রেনকে দেয়ার প্রস্তাব করেছে। 
রাশিয়ার অবৈধ  ও অন্যায় হামলার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনীয় জনগনের পাশে কানাডা অব্যাহতভাবে থাকবে বলেও আনন্দ উল্লেখ করেন।
এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, কানাডা স্পষ্টভাবে তার সমর্থন প্রমাণ করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্পেন, জার্মানী ও ফ্রান্সও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: