odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

ঢাকাসহ সারাদেশে অতি ভারী বর্ষণ, ফের ভূমিধসের আশঙ্কা

MASUM | প্রকাশিত: ১২ August ২০১৭ ১২:১০

MASUM
প্রকাশিত: ১২ August ২০১৭ ১২:১০

ঢাকাসহ সারাদেশে অতি ভারী বর্ষণ, ফের ভূমিধসের আশঙ্কা


বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় থাকায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। আবহাওয়াবিদরা এর ফলে পাহাড়ে ফের ভূমিধসের আশঙ্কা করছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবাহওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এক্ষেত্রে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং অতিভারী (৮৯ মিমি’র চেয়ে বেশি) বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র’র উপ-বিভাগীর প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, ৩টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে সুরমার পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে, সুনামগঞ্জে ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে আর যাদুকাটার পানি লাউড়েরগড়ে ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা নদীর পানি সমতলে বাড়ছে। তবে কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: