odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫
নারায়ণগঞ্জে র‌্যাব-১১, একটি আভিযানিক দল আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাটে চেকপোষ্ট

এ্যাম্বুলেন্সে ৩৯ কেজি গাঁজা পরিবহনকালে ০২ জন আটক

odhikarpatra | প্রকাশিত: ১০ February ২০২৩ ০৬:৩৯

odhikarpatra
প্রকাশিত: ১০ February ২০২৩ ০৬:৩৯

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:।

নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ০৮ ফেব্রুয়ারি ২০২৩ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাটে চেকপোষ্ট স্থাপন করে ৩৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সসহ হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- এ্যাম্বুলেন্স ড্রাইভার ০১। মোঃ সাইদুল (৩২), পিতা- শাহ আলম, সাং- গানিয়ারচর, থানা-হোমনা, জেলা- কুমিল্লা ০২। মুন্না হোসেন সহিদ (২৫), পিতা- আলী হোসেন, সাং- পশ্চিমগাও, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাইদুল (৩২) ২। মুন্না হোসেন সহিদ (২৫) আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীর পরিবর্তে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। র‍্যাব-১১ কর্তৃক জানান দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: