odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

ট্রাম্পের সীমান্ত নীতি মানবে না মেক্সিকো

Admin 1 | প্রকাশিত: ২৩ February ২০১৭ ২২:৫৫

Admin 1
প্রকাশিত: ২৩ February ২০১৭ ২২:৫৫

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন সীমান্ত নীতি তারা মেনে নেবেন না। গতকালই ট্রাম্প প্রশাসন দেশটিতে বৈধ কাগজপত্র নেই বা নথিভুক্ত নন এমন অবৈধ অভিবাসীদেরকে ধরতে নতুন করে দিক-নির্দেশনা জারি করেছে।

যাতে দেশটিতে বসবাস করা প্রায় সকল অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেয়া যাবে।এরই প্রতিক্রিয়ায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায় বলেছেন, কোন একটি সরকারের নেয়া একপাক্ষিক একটি সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।

বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে।

অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রে চলছে কড়া তল্লাশিঅবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রে চলছে কড়া তল্লাশি

সেখান থেকে আসা অভিবাসীদের স্রোত ঠেকাতে এর আগে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ট্রাম্প প্রশাসন দেশটির একটি আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, যেখানে বলা হয়েছে, অনিবন্ধিত যেকোন অবৈধ অভিবাসী, যে দেশ থেকেই তারা আসুক না কেন, তাদের মেক্সিকোতে পাঠিয়ে দেয়া হবে। এই ঘোষণায়ও ক্ষুব্ধ হয়েছে মেক্সিকো। 

অবৈধ অভিবাসী ঠেকাতে জারি করা নতুন দিক-নির্দেশনায় বলা হয়েছে, অপরাধের রেকর্ড আছে, মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে এমন সকল অ-নিবন্ধিত অভিবাসীদের দেশটি থেকে বের করে দেয়া হবে।

এছাড়া যারা নিজেদের মিথ্যে পরিচয় দিয়েছে তাদের এবং যাদেরকে জন-নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: