ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ভারতে আইফোন তৈরি করবে তাইওয়ান কোম্পানি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ২২:৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ২২:৩০

পশ্চিমা কোম্পানিগুলো চীন থেকে কারখানা গুটিয়ে নেবে—এটা পশ্চিমা দেশগুলোর ঘোষিত নীতি। তার অংশ হিসেবে এবার ভারতের বেঙ্গালুরুতে ৭০ কোটি ডলার বিনিয়োগ করে অ্যাপল ফোনের নতুন কারখানা নির্মাণ করবে ফক্সকন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত বছরের শেষ দিকে চীনে অ্যাপলের কারখানায় কোভিডজনিত বিধিনিষেধের বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভের জেরে উৎপাদন ব্যাহত হয়। চাহিদা অনুযায়ী আইফোন সরবরাহে ব্যর্থ হয় অ্যাপল। সেই ঘটনার জেরে এবং পশ্চিমা দেশগুলোর চীন থেকে সরে আসার নীতির আলোকে অ্যাপলের ফোন নির্মাণের ঠিকাদার ফক্সকন বেঙ্গালুরুতে এ কারখানা স্থাপনে বিনিয়োগ করছে।

তবে ভারতে আরও আগে থেকেই আইফোন উৎপাদিত হচ্ছে। আরও পাঁচ বছর আগে থেকে সেখানে আইফোন সংযোজন করছে অ্যাপলের আরেক ঠিকাদার উইসট্রন।বাণিজ্য যুদ্ধের জের এখনো চলছে। মাঝে কোভিড-১৯ এবং এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিষয়টি কিছুটা ধামাচাপা পড়ে গেলেও তা ছাইচাপা আগুনের মতো ধিকিধিকি জ্বলছে। সে জন্য বর্তমানে চীনে যেসব প্রতিষ্ঠানের কারখানা রয়েছে, সেগুলোর অধিকাংশই সরিয়ে নেওয়া হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে ৩০০ একর জমিতে এ কারখানা স্থাপন করবে তাইওয়ানের কোম্পানি ফক্সকন। কারখানাটিতে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হবে। সেখানে অ্যাপলের হ্যান্ডসেট সংযোজনও করা হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: