ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

রাশিয়ার করোনা টিকা আবিষ্কারে সহকারী বিজ্ঞানীকে শ্বাসরোধে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০৩:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০৩:৪৬

রাশিয়ায় স্পুতনিক ভি করোনার টিকা তৈরিতে সহায়তাকারী বিজ্ঞানীদের একজন আন্দ্রে বোটিকভকে তাঁর অ্যাপার্টমেন্টে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৪৭ বছর বয়সী বোটিকভ রাশিয়ার গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিকসের একজন জ্যেষ্ঠ গবেষক ছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে তাঁর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। রুশ তদন্তকারীদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে তাস।



আপনার মূল্যবান মতামত দিন: