-2023-03-05-22-31-18.jpg)
নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান মেট্রোনেটের পরিচালনা নিয়ে মালিকপক্ষ ও পরিচালকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে দখল, টাকা আত্মসাৎসহ হামলার অভিযোগ তুলেছে।
আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মেট্রোনেট বন্ধের ষড়যন্ত্র: হুমকির মুখে পড়তে পারে সারা দেশের ইন্টারনেট–সেবা’ শীর্ষক এক সংবাদ সম্মেলন করে মালিকদের একটি পক্ষ।
তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা দেওয়া প্রতিষ্ঠান মেট্রোনেট ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এর মালিকানায় আছে রহিমআফরোজ, ফ্লোরা টেলিকম লিমিটেড, ফেরদৌস আজম খান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। এর মধ্যে রহিমআফরোজের মালিকানা ৫১ শতাংশ। এখানে রহিমআফরোজ ও সৈয়দ আলমাস কবিরের বিরুদ্ধে দখল, টাকা আত্মসাৎ ও হামলার অভিযোগ করছে ফ্লোরা টেলিকম ও ফেরদৌস আজম খান। দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রোনেটের আট হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে দেশের জরুরি সেবা ৯৯৯, বিভিন্ন ব্যাংক, মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানসহ সরকারি–বেসরকারি বিভিন্ন সংস্থাও রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: